ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জাবিতে প্রমিলা আন্তঃহল দাবা প্রতিযোগিতা 

জাবি প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৫৫, ১ জানুয়ারি ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো প্রমিলা আন্তঃহল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চেস ক্লাব এর উদ্যোগে শেখ হাসিনা হলে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়৷ 

প্রতিযোগিতায় বিভিন্ন আবাসিক হলের মোট ২০ জন নারী দাবাড়ু অংশ নেন। বিকেল ৩টা থেকে শুরু হওয়া রাউন্ড পর্বে মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাদের মধ্য থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ৪টি হলের দাবাড়ুরা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেন। তাদের মধ্যে ৩ রাউন্ড খেলা শেষে বিজয়ী ঘোষণা করা হয়। 

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী সিদানা রকিব রিচি(৪৭ ব্যাচ)। ১ম রানারআপ শেখ হাসিনা হলের রুমকি (৪৯ ব্যাচ) এবং ২য় রানারআপ খালেদা জিয়া হলের শিক্ষার্থী আজরিন (৪৬ ব্যাচ)। প্রতিযোগিতায় সেরা উদীয়মান নারী দাবাড়ু হিসেবে বিবেচিত হয়েছেন উম্মে হানি (৪৯ ব্যাচ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কমিটির সভাপতি ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক বশির আহমেদ। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক বশির আহমেদ বলেন, 'দাবা খেলা মেধার বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতেও এ খেলা খুব উপযোগী৷ তাই এ খেলায় অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রতিটি হলে দাবা বোর্ড ও দাবা বিষয়ক বইয়ের ব্যবস্থা করা হবে। জাতীয় পর্যায়ে লড়াই করার মত দাবাড়ু তৈরির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের আছে।' 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি